Friday, April 22, 2011

সিলেটে ইউনিপে গ্রাহকদের স্মারকলিপি



ব্যাংক হিসাব খুলে দেওয়ার দাবিতে গতকাল সিলেটে ইউনিপের কয়েক শ' গ্রাহক বিক্ষোভ মিছিলসহকারে সিটি করপোরেশনের মেয়র, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। একই দাবিতে তারা ৩০ এপ্রিল সিলেটে মহাসমাবেশও আহ্বান করেছেন। ওই সমাবেশ থেকে সিলেটে হরতাল ও ধর্মঘটসহ বিভিন্ন কঠোর কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন গ্রাহকরা। জানা গেছে, সিলেট বিভাগে ইউনিপে টু ইউ'র প্রায় দুই লাখ গ্রাহক রয়েছেন। তাদের বিনিয়োগ করা প্রায় সাড়ে চারশত কোটি টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা। ব্যাংক হিসাব বন্ধ থাকায় কোম্পানির পাঠানো ডলার নগদায়ন হচ্ছে না বলে অভিযোগ করছেন ইউনিপের গ্রাহকরা এদিকে, দশমাসে দ্বিগুণ মুনাফা দেওয়ার প্রলোভন দিয়ে ১১ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে ইউনিপের ব্যবস্থাপনা পরিচালকসহ দশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক গ্রাহক। গ্রাহকদের রোষানল থেকে বাঁচতে সিলেট নগরীর সবকটি এজেন্সির কর্মকর্তারা গা ঢাকা দিয়েছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র, জয়েন্ট স্টক এক্সচেঞ্জে নিবন্ধন ও আমদানি-রপ্তানি সনদ, ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স ও ভ্যাট লাইসেন্স থাকায় গ্রাহকরা ইউনিপে টু ইউতে বিনিয়োগ করেছেন। গত দেড় বছর সরকার ইউনিপের কাছ থেকে আয়কর, ভ্যাট ও ট্যাক্স আদায় করেছে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে কোম্পানির লাখ লাখ গ্রাহকের ব্যাংক হিসাব বন্ধ করে দেয়। এতে বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন গ্রাহকরা। এ প্রসঙ্গে ইউনিপে গ্রাহক ফোরাম সিলেট বিভাগের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, সিলেটের সব গ্রাহককে এক প্লাটফর্মে আনার লক্ষ্যে গ্রাহক ফোরাম গঠন করা হয়েছে।

No comments:

Post a Comment